২ মেয়েসহ ঋণখেলাপি কাশ্মির গার্মেন্টের মোমিনের বিরুদ্ধে আটকাদেশ

এক দশকেও এক্সিম ব্যাংকের ১০ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় চান্দগাঁওয়ের কাশ্মির গার্মেন্টের মালিক এস কে আব্দুল মোমিন ওরফে মমিনুল হকসহ তার দুই মেয়ের বিরুদ্ধে ৫ মাসের আটকাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

আটকাদেশপ্রাপ্ত অন্যরা হলেন এস কে আব্দুল মোমিনের মেয়ে মাহিয়া বেগম ও নাদিয়া বেগম।

s alam president – mobile

আদালতসূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২১ টাকা আদায়ের জন্য অর্থঋণ আদালতে মামলা দায়ের করে এক্সিম ব্যাংকের চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ শাখা। ঋণ পরিশোধ না করায় ও বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রয় না হওয়ায় খেলাপিদের বিরুদ্ধে পাঁচ মাসের আটকাদেশসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ২০২২ সালের ১০ অক্টোবর ঋণ পরিশোধের সুযোগ চায় খেলাপিরা। পরে সুদ মওকুফ করে সোলেনামার মাধ্যমে তিন মাসের মধ্যে ৩৬ কিস্তির মাধ্যমে ও এক কোটি টাকা ডাউন পেমেন্টে ৯ কোটি ৪৭ লাখ টাকা পরিশোধের কথা থাকলেও তারা এই ঋণ পরিশোধে ব্যর্থ হন। সোলেনামা অনুযায়ী তারা ৪৫ লাখ পরিশোধ করেছে।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ‘দীর্ঘ ১০ বছরেও ঋণ পরিশোধ না করায় কাশ্মির গার্মেন্টের ৩ কর্ণধারের বিরুদ্ধে পাঁচ মাসের আটকাদেশ দিয়েছেন আদালত। তবে এরই মধ্যে ঋণের টাকা পরিশোধ করলে মুক্তি পাবেন তারা।’

Yakub Group

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!