চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ের পাঠানঠুলি এলাকার থেকে মো. আব্দুর রব নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) দিবাগত রাতে পাঠানঠুলি আসকরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন।
ওসি আফতাব হোসেন বলেন, ‘পাঠানঠুলি এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুর রবকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলায় তাকে ১ বছর করে কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা অর্থদণ্ড করেন আদালত।’
আরএ/ডিজে