২ কেজি স্বর্ণের বারসহ যাত্রী আটক শাহ আমানতে

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। রোববার (৮ ডিসেম্বর) সকালে কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়।

সকালে দুবাই থেকে আসা বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী অহিদুল আলমকে তল্লাশি করে জ্যাকেটের পকেটে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। অহিদুলের বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায়।

বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার রেয়াদুল ইসলাম জানান, দুবাই থেকে একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে এসে আবার ভিন্ন একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা যাওয়ার জন্য বিমানবন্দরের ১ নম্বর লাউঞ্জে অপেক্ষায় ছিলেন অহিদুল। এ সময় তার দেহ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে বলে জানান রেয়াদুল ইসলাম।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!