২ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার চকরিয়ায়, বন্দুক উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এই সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), একটি সিএনজি, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লাল ব্রিজ এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ীরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাবের আহমদের ছেলে মো. সরওয়ার কামাল (৪২) ও চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌলভৗ আব্দুর রহিমের ছেলে আব্দুল কাদের (৪৫)।

র‌্যাব-১৫ এর কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজিতে করে মাদক নিয়ে চকরিয়ার দিকে আসছে বলে খবর আসে। এই খবর পেয়ে র‌্যাব-১৫’র একটি অভিযানিক দল মহেশখালী-চকরিয়া সড়কের ইলিশিয়া লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায়।’

তিনি বলেন, ‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজিচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), নগদ টাকা ও তিনটি মোবাইলসহ সরওয়ার কামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব অস্ত্র চকরিয়ার দুই ব্যক্তির কাছে হস্তান্তরের কথা বলে। পরে সিএনজিসহ সরওয়ার কামালকে নিয়ে চকরিয়া পৌরশহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে আব্দুল কাদের নামের আরেকজনকে আটক করা হয়। এসময় মো. বেলাল হোসেন (৪৮) এবং মো. নুরুল ইসলাম (৩২) পালিয়ে যান।’

মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলেও স্বীকার করেছেন। আটকদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

এই বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, ‘র‌্যাব-১৫’র একটি দল দুটি এলজি, একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইলসহ দু’জনকে থানায় হস্তান্তর করেছে। র‌্যাবের পক্ষ থেকে দেওয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm