২৯ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার চট্টগ্রামে

চট্টগ্রামে ২৯ বছর ধরে পালিয়ে থাকা হত্যা মামলার আসামি আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাউজান উপজেলার গরীব উল্লাহ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যার।

আবু বক্কর ওই এলাকার মাহবুব আলমের ছেলে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, গ্রেপ্তার আবু বক্কর রাউজান থানার আলোচিত ইকবাল হত্যা মামলার আসামি। তিনি ২৯ বছর ধরে পালিয়ে ছিলেন।

তিনি বলেন, রোববার র‍্যাবের এক অভিযানে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএম/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!