২৯ থেকে একলাফে ১১৩ করোনা শনাক্ত চট্টগ্রামে

টিকা নিয়েছেন আরও ১৩ হাজার ৯৭ জন

আগেরদিন চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছিল মাত্র ২৯ জন। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে বড়সড় এক লাফ দিলো করোনা শনাক্তের সংখ্যা। তাতে করে লম্বা সময়ের বিরতির পর চট্টগ্রামে করোনা শনাক্ত হলো শতাধিক-১১৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৯৩ জন এবং উপজেলার ২০ জন।

সরকারি-বেসরকারি সাতটি ল্যাবে এক হাজার ৪০৯টি নমুনা পরীক্ষা করে এসব রোগীর হদিস মিলে। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ৯৯৯ জন।

সোমবার (১ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২৬ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

নগরীর বেসরকারি করোনা পরীক্ষাগার
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।  

এইদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।  

এ ছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে সবকটি নমুনা নেগেটিভ আসে।

তিনি বলেন, করোনার টিকা প্রদান কার্যক্রমে রোববার (২৮ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ১৩ হাজার ৯৭ জন।

অন্যদিকে চট্টগ্রামে করোনার টিকাদান কার্যক্রমে সর্বশেষ টিকা নিয়েছেন ১৩ হাজার ৯৭ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৭ হাজার ৯৫৪ জন এবং উপজেলায় ৫ হাজার ১৪৫ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ১৪৮ জন টিকা নিয়েছেন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm