২৮ ফুট উঁচু বুদ্ধমূর্তি বসলো রাঙামাটিতে, খরচ হল ১০ লাখ

0

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে ২৮ ফুট উচ্চতার বুদ্ধমূর্তি স্থাপন করা হয়েছে।

২৮ ফুট উঁচু বুদ্ধমূর্তি বসলো রাঙামাটিতে, খরচ হল ১০ লাখ 1

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় বিহার প্রাঙ্গণে বুদ্ধমূর্তির উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার।

s alam president – mobile

এ সময় রাঙামাটির সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাক্যমণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তিলকান্দ মহাথেরো, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তুলাবান মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানবজ্যোতি চাকমা বলেন, ২৮ ফুট উচ্চতার বুদ্ধমূর্তিটি দশ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের অনুদানের টাকায় নির্মাণ করা হয়েছে।

বুদ্ধমূর্তি উদ্বোধন শেষে পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি কল্যাণ মিত্র মহাথেরোর সভাপতিত্বে বিহার এলাকায় এক সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ ধর্মীয় দেশনা দেন পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক ভদন্ত সুগতলংকর মহাথেরো ও পার্বত্য ভিক্ষু সংঘের দিঘিনালা শাখার সভাপতি ভদন্ত চন্দ্র কীর্তি মহাথেরো।

Yakub Group

ধর্মীয় সভা শেষে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আয়োজন করা হয়। এতে প্রায় দুই হাজার বৌদ্ধধর্মাবলম্বী মানুষ অংশ নেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm