করোনা পজিটিভ হওয়ার ২৮ দিন পর চার দফার নমুনা পরীক্ষায় করোনার থাবা থেকে মুক্ত হলেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
গত ২৪ মে করোনায় সংক্রমিত হওয়ার পর ১৪ জুন পর্যন্ত আরও দুই দফার নমুনা পরীক্ষাতেও তিনি করোনায় পজিটিভ ছিলেন। অবশেষে চতুর্থ দফার টেস্টে করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ আসে। তবে এক সপ্তাহ পরে পঞ্চম টেস্টে করোনা নেগেটিভ হলে তবেই তিনি সম্পূর্ণ করোনামুক্ত হবেন।
শনিবার (২০ জুন) দুপুরে করোনা নেগেটিভ হওয়ার বিষয়ে তিনি নিজেই চট্টগ্রাম প্রতিদিনকে জানিয়েছেন।
তবে করোনামুক্ত হতে টানা ২৮ দিন প্রতিদিন তিনি শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করেছেন। গরম পানি ব্যবহার করেছেন, গরম পানির ভাপ নিয়েছেন এবং গরম পানি খেয়েছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিয়েছেন। যেহেতু তিনি ডায়াবেটিসসহ অন্যান্য রোগে আক্রান্ত, সে ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল রেখেছেন। এছাড়া পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়াও করেছেন। চিন্তা মুক্ত থেকে নিয়মিত জীবন যাপন করেছেন।
এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা হাসান শাহরিয়ার কবীর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ডায়াবেটিস কন্ট্রোল রেখেছি। ঠিকভাবে খাওয়া-দাওয়াটা করেছি। সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে-গরম পানি ব্যবহার, গরম পানি খাওয়া এবং গরম পানির ভাপ নেওয়া। করোনামুক্ত হতে এ তিনটি সাইন্টিফিক। তাছাড়া লেবুর রস মাঝে মধ্যে, সঙ্গে আদা, লং, এলাচ একসঙ্গে করে চা খেয়েছি। এগুলো নিয়মিত করেছি। এক সপ্তাহ পর আবার টেস্ট করাবো।’
বৃদ্ধা মাসহ করোনায় আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন তিনি। সেখানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার৷
মায়ের সুস্থতা প্রসঙ্গে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, গত ১০ জুন মায়ের করোনা নেগেটিভ এসেছে। কিন্তু উনার ফুসফুস ইফেক্টেড হয়ে নিউমোনিয়ার মতন হয়ে গেছে। নিয়মিত চিকিৎসা চলছে।’
এসআর/এসএ