২৮ দিন লড়ে করোনামুক্ত হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

২৮ দিনের পর করোনাজয় করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। টানা ৩ বার রিটেস্টে করোনা পজিটিভ আসার পর শুক্রবার (৬ নভেম্বর) চতুর্থ দফায় করোনা নেগেটিভ ফলাফল আসে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ এই নেতার।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজে চট্টগ্রাম প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রায় ২৮ দিন ধরে হাসপাতালে ছিলাম। আমার কোন উপসর্গ ছিল না। তবে পর পর তিন বার পরীক্ষায় করোনা পজিটিভ ফলাফল আসছিল। লাস্ট নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ফলাফল এসেছে।’

শুক্রবারেই হাসপাতাল ছাড়লেও চট্টগ্রাম ফিরতে কিছুদিন সময় নিবেন জানিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘পুরো সময়েই হাসপাতালে যে সেবা শুশ্রূষা পেয়েছি তা অসাধারণ। আজ হাসপাতাল ছেড়ে বাসায় যাবো আশা করছি চট্টগ্রাম সপ্তাহ খানেকের মধ্যে চট্টগ্রাম যাবো। আপাতত ঢাকার বাসায় থাকবো।’

প্রসঙ্গত গত গত ৮ অক্টোবর করোনা পজিটিভ আসে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের। সেদিন রাতেই তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে পরদিনই তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ৯ অক্টোবর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm