চট্টগ্রাম থেকে ২৭ দিন পর ফের আন্তঃনগর ট্রেনের চাকা ঘুরবে বৃহস্পতিবার (১৫ আগস্ট)। আগের সময়সূচি অনুযায়ীই চলবে এসব ট্রেন। অনলাইনে এসব ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার থেকে। তবে লোকাল ও কমিউটার ট্রেন মঙ্গলবার থেকে চলাচল শুরু করেছে।
এর আগে সোমবার (১২ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন কন্টেইনারবাহী ও তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়। প্রথমদিনে চট্টগ্রাম থেকে তিনটি কন্টেইনারবাহী এবং পাঁচটি তেলবাহী ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।
এদিকে মঙ্গলবার (১৩ আগস্ট) চট্টগ্রাম থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে দুটি লোকাল ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে। বিকালে দুটি ও রাতে আরও একটি ট্রেন ছেড়ে গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টায় চাঁদপুরের উদ্দেশে সাগরিকা কমিউটার এবং পৌনে ১০টায় ঢাকার উদ্দেশে কর্ণফুলী কমিউটার ছেড়ে গেছে। বিকেল ৫টা ৪০ মিনিটে নাজিরহাট লোকাল ও বিকেল ৪টা ১০ মিনিটে নাছিরাবাদ লোকাল এবং রাত পৌনে ১২টায় ঢাকা মেইল ছেড়ে গেছে।
বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।
চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার থেকে মালবাহী এবং বুধবার লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু করেছে। বৃহস্পতিবার থেকে সব আন্তঃনগর ট্রেন চলাচল করবে।’
চট্টগ্রাম রেলস্টেশনের আরএনবির সিআই আমান উল্লাহ আমান বলেন, ‘প্রতিটি ট্রেনের আরএনবি ও রেল পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ট্রেনে বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা।’
চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান বলেন, ‘সোমবার বিকাল ৫টা থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।’
রেলওয়ে কর্মব্যবস্থাপক (পূর্ব) সাইফুল ইসলাম বলেন, ‘ট্রেনে আগের তুলনায় নিরাপত্তায় পুলিশ বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি ট্রেনে চার জন পুলিশ ও ৩-৪জন আরএনবি সদস্য থাকবে।’
এর আগে গত ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল অনেকাংশে বন্ধ হয়েছিল। কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চললেও ৪ আগস্ট রাতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে।
জেএস/ডিজে