২৭ জানুয়ারি অন্ধ গলির রাজাদের নজরদারিতে রাখবে তরুণেরা- রেজাউল করিম

আগামী ২৭ জানুয়ারির নির্বাচনে তরুণ প্রজন্ম সজাগ থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, তরুণরা সেদিন অন্ধগলির রাজাদের নজরদারিতে রাখবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে গণসংযোগের সময় এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামের নাগরিক সেবার মানোন্নয়নে অনেক কিছুই করার রয়েছে। করোনায় আমরা সকলেই বুঝতে পেরেছি, আমাদের স্বাস্থ্য সেবার মান ও পরিধি বাড়ানো উচিৎ। মেয়র নির্বাচিত হয়ে আমি নগরীর ৪১টি ওয়ার্ডের প্রত্যেকটিতে আধুনিক সুবিধাসম্পন্ন বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও মাতৃসদন গড়ে তুলতে চাই।’

রেজাউল করিম বলেন, ‘সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের কাজ করতে হবে। আমাদের সন্তানরা যাতে বিপথে না যায়, যাতে সুস্বাস্থ্য ও সুস্থ মানসিকতা নিয়ে বিকশিত হতে পারে তার ব্যবস্থা করতে হবে। এজন্য আমি নগরীতে পর্যাপ্ত খেলার মাঠ, বিনোদন কেন্দ্র ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র গড়ে তুলতে চাই। নগরীর যে সকল রাস্তা ও গলিতে আলোর স্বল্পতা রয়েছে সেখানে পর্যাপ্ত আলোকায়নের ব্যবস্থা করতে চাই।’

তিনি বলেন, ‘নারী ও যুব সম্প্রদায়কে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরো অধিক হারে প্রকল্প নিতে চাই। আউট সোর্সিং এ দক্ষতা অর্জনে প্রশিক্ষনের ব্যবস্থা করতে চাই। বন্দর নগরী চট্টগ্রামে তথ্য প্রযুক্তির উন্নয়নে সরকারের সাফল্যের সমস্ত সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্তি নিশ্চিত করতে চাই। ‘

বক্তব্যে আওয়ামী লীগের এ মেয়র প্রার্থী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা, উন্নয়নের শত্রুরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ফায়দা নেয়ার চেষ্টা করে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মৌলবাদ, জঙ্গিবাদ ও স্বাধীনতার শত্রুদের সাথে যাদের সখ্যতা, যারা এদের লালন পালন ও মদদ দেয় তারা কখনোই জনকল্যান চায়না। তারা গুজব, দাঙ্গা-হাঙ্গামা ও অরাজকতার মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। জাগ্রত প্রজন্মের প্রতিরোধে তারা বার বার ব্যর্থ হয়েছে। আগামী ২৭ তারিখের নির্বাচনেও প্রজন্ম সজাগ থাকবে, অন্ধগলির রাজাদের নজরদারিতে রাখবে।’

তিনি ২৭ জানুয়ারি স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার কর্মযজ্ঞের অংশীদার হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, নগর আওয়ামীলীগ নেতা মো. ফারুক, কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন, কাউন্সিলর পদপ্রার্থী আতাউল্লা চৌধুরী, মহিলা কাউন্সিলর প্রার্থী লুৎফুন্নেসা দোভাষ বেবী প্রমুখ।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm