২৫০ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায়

মিয়ানমার থেকে আসা ২৫০ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় আছে। গত ২৬ সেপ্টেম্বর ৯ কন্টেইনার এবং ২৯ সেপ্টেম্বর ৪ কন্টেইনার পেঁয়াজভর্তি জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পেঁয়াজগুলো মায়ানমার থেকে আমদানি করা হলেও ট্রানজিট ওয়েতে সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম জানান, ‘২৬ সেপ্টেম্বর একটি জাহাজে ৪০ ফুট সাইজের ৯ কন্টেইনার এবং ২৯ সেপ্টেম্বর ৪০ ফুট সাইজের ৪ কন্টেইনার বন্দরে পৌঁছায়।’

এদিকে পেঁয়াজগুলো চট্টগ্রাম বন্দর থেকে খালাস নিতে আমদানিকারকের পক্ষে চট্টগ্রাম কাস্টম হাউজে বিল অব এন্ট্রি দাখিল করেছে সিএন্ডএফ এজেন্ট। ৫ কন্টেইনার পেঁয়াজ খালাস নিতে গত ২৬ সেপ্টেম্বর আলাদা দুটি বিল অফ এন্ট্রি দাখিল করা হয়।

বিল অফ এন্ট্রির তথ্য অনুযায়ী ওই ৫ কন্টেইনার পেঁয়াজের আমদানিকারক ঢাকার হাফিজ কর্পোরেশন। রপ্তানিকারক সিঙ্গাপুরের রাং ইন্টারন্যাশনাল। কন্টেইনারগুলো খালাসের দায়িত্বে আছে আগ্রাবাদের সিএন্ডএফ এজেন্ট ম্যাক্রো ইন্টারন্যাশনাল।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!