২৪৮ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস : দ্বিতীয় ইনিংসের শুরুতে ৫ উইকেট হারায় ইংল্যান্ড

খেলা প্রতিদিন :
আগের দিনের ২২১ রানের সাথে মাত্র ২৭ রান যোগ করে ২৪৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। সকালে মাত্র ১২ ওভার খেলেছে বাংলাদেশ। এই ১২ ওভারে ২৭ রান তুলতেই নেই বাংলাদেশের শেষ ৫ উইকেট। আবারও লেজের বিপর্যয়। ফলে ৫০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড।
base_1477114742-cric
প্রথম ইনিংসে ইংলিশদের থেকে ৭২ রান দূরে থেকে তৃতীয় দিন ব্যাটিং শুরু করে টাইগাররা। তবে দিনের দ্বিতীয় বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। মঈন আলীর বলে ডাউন দা উইকেটে মারতে আসলে বল মিস করেন সাকিব। উইকেট রক্ষক বেয়ারস্টো সহজেই স্টাম্পিং করেন।
সাকিবের বিদায়ের পর সাজঘরে ফেরেন শফিউল। আদিল রশিদের বলে বিগ শট নিতে গিয়ে স্টুয়ার্ট ব্রডের হাতে মিডঅনে ক্যাচ তুলে দেন ২৯ বলে ২ রান করা শফিউল। এরপর অভিষেকে বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে ব্যর্থ হন মিরাজ। স্টোকসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ব্যক্তিগত ১ রান করে সাজঘরে ফেরেন।
আর এক ওভারে সাব্বির রহমান ও কামরুল ইসলাম রাব্বিকে ফিরিয়ে ২৪৮ রানে বাংলাদেশকে গুটিয়ে দেন বেন স্টোকস। স্লিপে ক্যাচ দিয়ে শেষ হয় সাব্বিরের  ৩২ বলে ১৯ রানের ইনিংস। আর ঐ ওভারেই শূন্য রানে বোল্ড হন আরেক অভিষিক্ত ক্রিকেটার রাব্বি।

সফরকারি ইংল্যান্ডের বিরুদ্ধে বন্দরনগরী চট্টগ্রামের শুরু হওয়া সফরের প্রথম টেস্টের ২য় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২২১ রান। এর জন্যই টাইগারদের ব্যয় করতে হয়েছে ৫টি উইকেট। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ২৪৮ রানেই। ৪৫ রানে এগিয়ে থেকে ইংল্যান্ড শুরু করবে তাদের দ্বিতীয় ইনিংস।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার বেন স্টোকস। মাত্র ২৬ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। মঈন আলী ৩ উইকেট নিয়েছেন ৭৫ রানে। আদিল রশিদ ২ উইকেট তুলে নিয়েছেন ৫৮ রানে। একটি উইকেট গ্যারেথ ব্যাটির।

 

এদিকে দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৫ উইকেট হারানোর পর কিছুটা বিপর্যস্থ হলেও ইংল্যান্ড দল চা বিরতির আগ পর্যন্ত লিডটাকে তারা এগিয়ে নিয়েছে ১৫৩ পর্যন্ত। জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের দৃঢ়তায় বাংলাদেশের লক্ষ্যটাকে আস্তে আস্তে কঠিনই করে তুলছে ইংলিশরা।

bd_0220161020115518
Yakub Group

৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেই বাংলাদেশের ঘূর্ণির সামনে অসহায় হয়ে পড়েছিল ইংলিশরা। মেহেদী হাসান সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের বোলিংয়ে দ্রুতই ৫ উইকেট হারায় তারা। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনটি যেন ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের হয়েই এসেছে। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৮।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রথম সাফল্য অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড ছোঁয়ার ম্যাচটি ভুলেই যেতে চাইবেন ইংলিশ অধিনায়ক। প্রথম ইনিংসে বাজে আউটের শিকার হওয়া কুক এই ইনিংসে ফিরেছেন মেহেদীর বলে স্লিপে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে। টেস্টে নিজের সপ্তম উইকেটটি পেলেন মেহেদী।

কুকের বিদায়ের পর জো রুটকে এলবিডব্লিউ করে ফেরান সাকিব আল হাসান। এটি ছিল টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সাকিবের ১৫০তম উইকেট। রুট রিভিউ নিলেও সেটি ধোপে টেকেনি। শর্ট লেগে মুমিনুল হককে ক্যাচ দিয়ে সাকিবের ১৫১তম উইকেট হয়েছেন বেন ডাকেট।

মধ্যাহ্ন বিরতির পর মঈন আলী ও গ্যারি ব্যালান্স প্রতিরোধ গড়তে চেয়েছিলেন। তবে ১৮ রানের জুটি গড়তেই বিদায় নিয়েছেন ব্যালান্স। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে ইমরুলকে ক্যাচ দিয়েছেন তিনি। শর্ট লেগে দাঁড়ানো মুমিনুলের হেলমেটের গ্রিল একবার মঈন আলীকে আউট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলেও সাকিবের বলে রেহাই পাননি তিনি। ১৪ রানে সাকিবের বলে মুশফিকের দারুণ ক্যাচে পরিণত হন তিনি।

এই মুহূর্তে ইংল্যান্ডের হয়ে লড়াই চালাচ্ছেন জনি বেয়ারস্টো ও বেন স্টোকস। স্টোকস অপরাহিত ৩৩ রানে, বেয়ারস্টো ১৭ রানে। দুজনের মধ্যে গড়ে উঠেছে ৪৬ রানের জুটি। বাংলাদেশের পক্ষে সাকিব নিয়েছেন ৩ উইকেট। মেহেদী ও তাইজুল দুজনেই নিয়েছেন ১টি করে উইকেট।

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!