২৪৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী র‌্যাবের জালে ধরা

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রো জব্দ করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্রিন টাওয়ারের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক তিনজন হলো- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজবল্লভপুর গ্রামের মৃত টুকু মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৩২), চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার উত্তর ডেমসা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. খোরশেদ আলম (১৯) ও মধ্যম মাদেরসা গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে মো. জসিম (৩৫)।

জানা গেছে, কুমিল্লা থেকে মাইক্রো যোগে মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি টিম মহাসড়কের বারইয়ার হাটে একটি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোকে থামানোর সংকেত দিলে মাইক্রোটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী বলেন, আটক আসামিরা চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm