চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা নিজাম উদ্দিন নামের যাত্রীর কাছ থেকে ২৩৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেটের বাজার মূল্য ৫ লাখ টাকা।
বুধবার (১৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মাসকাট থেকে সালাম এয়ারের (ওভি-৪০৭) ফ্লাইটে আসা মোহাম্মদ নিজাম উদ্দিনের লাগেজ থেকে ইজি লাইট ব্রান্ডের সিগারেটগুলো উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
উদ্ধার করা সিগারেট আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে জানান এনএসআই কর্মকর্তা।
এএস/এসএ