২১ খেলোয়াড়কে নগদ অর্থ দিল ডবলমুরিং ক্লাব

চট্টগ্রামের ডবলমুরিং ক্লাবের উদ্যোগে করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া ২১ জন খেলোয়াড়কে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে গত ২৯ আগস্ট বিকেলে চট্টগ্রাম নগরীর ৩ নম্বর ফকিরহাটে ডবলমুরিং ক্লাবের কার্যালয়ে নির্বাহী কমিটির এক সভা সংগঠনের সভাপতি সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ তানভীরের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া ২১ জন ফুটবলারকে দুই হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকা প্রদান করা হয়।

সভায় এছাড়া সংগঠনের গঠনতন্ত্র সিজেকেএসে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ বলেন, সমাজকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে এবং করোনাভাইরাসের কারণে কেউ যেন অনাহারে না থাকে, সেই দৃষ্টি রাখতে হবে সামাজিক সংগঠনগুলোকে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm