২০ মণ জাটকাসহ ১৮ জেলে আটক পতেঙ্গায়

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার ‘এফভি শারমিন’ নামের একটি মাছ ধরার বোট থেকে ২০ মণ জাটকাসহ ১৮ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এই সময় ১৭ জেলেকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এক জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১ মার্চ) দুপুরে পতেঙ্গার নৌবাহিনী বেজ এলাকায় তাদের আটক ও জরিমানা করে জেলা প্রশাসন। এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা নৌবাহিনীর বেজ সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে এফভি শারমিন নামের একটি মাছ ধরার ট্রলার থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত ২০ মণ মাছ স্থানীয় ছয়টি মাদ্রাসা, এতিমখানা এবং সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ৯টি এতিমখানা এবং শিশু নিবাসে মধ্যে দিয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘বুধবার দুপুরে পতেঙ্গা নৌবাহিনীর বেজ সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। পরে অভিযানে একটি মাছ ধরার ট্রলার থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়। জাটকা শিকারে জড়িত থাকার দায়ে ১৮ জন জেলেকে আটক করা হয়েছে।‘

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm