বিস্ফোরক দ্রব্য মামলায় রাঙামাটিতে জেএমবি সদস্য শামীম মির্জা গালিবকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৫ জুন) দুপুরে এ রায় দেন জেলা যুগ্ম জজ মোহাম্মদ জাহেদ সাইফুল এলাহী।
এ রায়কে কেন্দ্র করে সকাল থেকে রাঙামাটি জেলা দায়রা জজ আদালত চত্বর কঠোর নিরাপত্তা জোরদার করে রাঙামাটি পুলিশ। দীর্ঘ ১ ঘন্টা শুনানি শেষে জেলা যুগ্ম জজ আদালতে ২০ বিশ বছর ধরে চলা রাঙামাটির হোটেল ডিগনিটিতে বিষ্ফোরণ ঘটনায় মামলার এ রায় দেন।
এ মামলার আসামি ইতোমধ্যে ১৫ বছরের অধিক ধরে জেলে ছিলেন। বর্তমানে তাকে চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছে।
রাঙামাটি জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রফিকুল ইসলাম বলেন, আদালতে সন্দেহাতিতভাবে প্রমাণিত হয়েছে বিস্ফোরণ ঘটনায় শামীম মির্জা গালিব জড়িত ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে রাঙামাটি শহরের ডিগনিটি হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার মামলায় একমাত্র আসামি ছিলেন শামীম মির্জা গালিব।
এসএ