চট্টগ্রামের কর্ণফুলীর বড় উঠান এলাকায় ২৫ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এসব জমির বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে এই অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।
জানা গেছে, সরকারি ওই খাস জমিতে দীর্ঘ ২০ বছর ধরে মো. জামাল উদ্দিন ও মো. নাসির উদ্দিন অবৈধভাবে মুরগির ফার্ম করে দখলে ছিলেন। যা ম্যাজিস্ট্রেট উচ্ছেদ করে গুঁড়িয়ে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, বড় উঠান এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২৫ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। এসব জমির দখলে ছিলেন মো. জামাল উদ্দিন ও মো. নাসির উদ্দিন নামের দুই ব্যক্তি। তারা সেখানে মুরগির খামার করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি নজরে আসলে নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মৌখিকভাবে বলা হয় তাদের। পরে সেখানে অভিযান পরিচালনা করে সরকারি এসব খাসজমি উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘উদ্ধার করা এসব জমির বর্তমান মূল্য প্রায় দেড় কোটি টাকা। এসব জমি সরকারি সম্পদ।’
ডিজে