২০ বছর পর চট্টগ্রাম ছাড়লেন রেলস্টেশন মাস্টার

২০ বছর পর চট্টগ্রাম ছাড়লেন রেলস্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম। তাকে ঢাকায় বদলি করা হয়েছে।

শুক্রবার (২৯) নভেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি ঢাকা ফতুল্লা স্টেশনে করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মো. শফিকুল ইসলাম ২০০৪ সালে সহকারী মাস্টার হিসেবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যোগদান করেন। জংশন কেবিনে ২ বছর পর চট্টগ্রাম রেলওয়ে প্লাটফর্ম স্টেশন মাস্টার হিসেবে বদলি হন। এরপর সেখানে কাটিয়েছেন ১২ বছর।

এর মধ্যে ২০১০ সালে মিরসরাইয়ে একটি স্টেশন বন্ধ দেখিয়ে চট্টগ্রাম স্টেশনে নতুন করে আস্তানা গড়েন তিনি। এরপর থেকে স্টেশন মাস্টার গ্রেড-৩ হিসেবে কাটিয়ে দেন দীর্ঘদিন। ২০২৪ সালের শুরুর দিকে স্টেশন মাস্টার মো. জাফর আলমের অবসরে গেলে স্টেশন মাস্টারের গ্রেড-১ পদ বাগিয়ে নেন তিনি।

অভিযোগ রয়েছে, চাকরিতে যোগ দিয়েই টিকিট কালোবাজারি সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। বিভিন্ন সময় তার বদলি আদেশ হলেও তা সরকার দলীয় এমপি ও নেতাদের প্রভাবে রুখে দেন। নিজেকে একসময় আনোয়ারা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি পরিচয় দিলেও ৫ আগস্টের পর তিনি ভোল পাল্টে বিএনপি হয়ে যান।

এসব ব্যাপারে জানতে চাইলে মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অনেক আওয়ামী দোসর বসে আছে। এরা যুগ যুগ ধরে চট্টগ্রামে পড়ে আছে। তাদের বিরুদ্ধে লিখেন। আমি অনেকদিন চট্টগ্রামে ছিলাম। এখন রাজধানী ঢাকায় বদলি হয়েছি। রিজিকে থাকলে আবার চট্টগ্রামে আসবো।’

সিএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm