s alam cement
আক্রান্ত
১০২১৮২
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২১

২০ পূজা মণ্ডপে গেল আইআইইউসি ফাউন্ডেশনের উপহার

0

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ২০টি পূজা মণ্ডপে উপহার পাঠিয়েছেন এই আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১২ অক্টোবর) চট্টগ্রামের বহদ্দারহাটস্থ নদভী প্যালেসে এসব মন্ডপের প্রতিনিধিদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর একান্ত সহকারী সচিব এসএম শাহাদত হোসাইন সাহেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টের সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী।

এ সময় রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। আমাদের সংবিধানেও সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকে জাতিকে উপহার দিয়েছেন। সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, ইংরেজী বিভাগের অধ্যাপক তারেক হোসেন সেলিম, তুলাতলী আইডিয়েল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এনামুল হক।

এ অনুষ্ঠান থেকে সাতকানিয়ার কাঞ্চনা পল্লী কল্যাম সমিতি, দক্ষিণ কাঞ্চনা দুর্গা ও শিব মন্দির, এওচিয়া ব্রম্মময়ী কালী মন্দির, ঢেমশা হরি মন্দির, আমিলাইশ দুর্গা বাড়ি, সাতকানিয়া কালী বাড়ি, সাতকানিয়া পৌরসভা বণিক পাড়া, নলুয়া দুর্গা বাড়ি (বুড়া কালি বাড়ি, নাগপাড়া হরি মন্দির, চরতীর তুলাতলী বণিকপাড়া মন্দিরের প্রতিনিধির হাতে উপহার তুলে দেওয়া হয়।

তাছাড়া লোহাগাড়ার কলাউজান রাধাকৃষ্ণ মন্দির, আধুনগর পাল পাড়া কালি মন্দির, পদুয়া বসু দেব বাড়ি দুর্গার মন্দির, চরম্বা দীঘির পাড় কালি মন্দির, লোহাগাড়া কর্মকার পাড়া দুর্গা মন্দির, পুটিবিলা নাগপাড়া কালি মন্দির, চুনতী হিন্দুপাড়া দুর্গা মন্দির, বড়হাতিয়া চাকফিরানী দুর্গা মন্দির, উত্তর আমিরাবাদ কালি মন্দিরের (সুমন মাস্টারের বাড়ি) জন্য উপহার দেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm