মাত্র ২০ দিনেই দেশের বাজারে আবার বেড়ে গেল স্বর্ণের দাম। নতুন মূল্যতালিকা অনুযায়ী স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১ হাজার ৭৫০ টাকা। এ হিসেবে ২২ ক্যারেটের ভরিপ্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭৪ হাজার ৮ টাকা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এর আগে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল গত ২১ আগস্ট।
নতুন মূল্যতালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণের বাজার দর ছিল ৭২ হাজার ২৫৮ টাকা। নতুন মূল্যতালিকা অনুযায়ী ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৬৯ হাজার ১০৯ টাকা। নতুন মূল্যতালিকা অনুযায়ী ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা।
একই ভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬২ হাজার ১১০ টাকা। এটি বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ হাজার ৩৬১ টাকায়। নতুন মূল্যতালিকা অনুযায়ী ভরিতে বেড়েছে ১ হাজার ৭৪৯ টাকা।
সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা। এ পদ্ধতিতে বুধবার পর্যন্ত প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৫০ হাজার ৩৮ টাকা। নতুন মূল্যতালিকা অনুযায়ী দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম। এটি প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।
সিপি