২০ টাকার ‘কাউয়া বিরিয়ানি’ খাইয়ে চট্টগ্রাম শিশুকে ধর্ষণ—হত্যা

চট্টগ্রামের বন্দর থানার পোর্টকলোনি এলাকায় মাত্র ২০ টাকার বিরিয়ানির লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করেছে মিন্টু নামের এক রিক্সাচালক। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত মিন্টুকে আটক করে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকা থেকে আটক করা হয় মিন্টুকে। আটক মিন্টু নোয়াখালীর সেনবাগ পৌরসভার মৃত আজম আলীর ছেলে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর পোর্ট কলোনির ৮ নম্বর সড়কের একটি পরিত্যক্ত ভবনে থেকে শিশু সুরমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান। এ বিষয়ে তিনি বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর বন্দর থানার পোর্ট কলোনির একটি পরিত্যাক্ত ভবন থেকে শিশু সুরমার মরদেহ উদ্ধার করেছিলাম আমরা। এরপর এলাকার সিসি ক্যামরার ফুটেজ দেখে খুনি শনাক্ত করি। গতরাতে তার অবস্থান ছিল ডবলমুরিং থানার বেপারী পাড়ায়। সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করি।’

এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত শিশু সুরমার পিতা একজন রিকশা চালক। তারা হালিশহর এলাকায় ভাড়া থাকলেও শিশুটি বড়পোল এলাকায় ভিক্ষা করতো। ঘটনার দিন হালিশহরের একটি সুপার শপের সামনে ভিক্ষার জন্য দাঁড়িয়েছিল সুরমা। আর তখনই তাকে বিরিয়ানি খাওয়াবে বলে রিক্সায় তুলে বড়পোল মোড়ের ফুটপাত থেকে ২০ টাকা দরে দুই প্লেট বিরিয়ানিও খায় তারা। এরপর শিশুটিকে রিক্সায় করে পোর্টকলোনির দিকে চলে যায় মিন্টু। এমনটা জানান ঐ বিরিয়ানি ব্যবসায়ী।

ঘটনার বিষয়ে ওসি বলেন, ‘অভিযুক্ত মিন্টু গত ১৭ সেপ্টেম্বর রাত সোয়া ৯টায় হালিশহর এলাকার একটি সুপারশপের পাশ থেকে শিশু সুরমাকে রিকশায় তুলে। বড়পুলে বট-বিরিয়ানি খাওয়ায়। এরপর পোর্ট কলোনি সংলগ্ন ৮ নম্বর সড়কের মুখে পরিত্যক্ত ভবনে নিয়ে সুরমাকে ধর্ষণ শেষে গলায় গামছা পেছিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।’

বিএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm