২০২১ সালে ব্যাংকাররা পাবেন ২৪ দিন ছুটি

বাংলাদেশের ব্যাংকাররা ২০২১ সালে মোট ২৪ দিন ছুটি কাটাবেন, যার মধ্যে রয়েছে দুটি ব্যাংক ছুটিও। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ ঘোষণা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সরকারি অফিসের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সার্কুলার অনুযায়ী ছুটির এই তালিকা তৈরি করেছে।

দীর্ঘ ঐতিহ্য অনুযায়ী, আগামী বছরেও জুলাই মাসের প্রথম দিন এবং ডিসেম্বরের শেষ দিন ব্যাংকে ছুটি থাকবে। তবে ৩১ ডিসেম্বরের ব্যাংক ছুটি শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়ছে।

একইভাবে ২০২১ সালের ২৪টি ছুটির মধ্যে আটটি ছুটি সাপ্তাহিক বন্ধ এবং অন্যান্য সরকারি ছুটির দিনে পড়বে।

২০২১ সালে ব্যাংকাররা পাবেন ২৪ দিন ছুটি 1

স্বাধীনতা দিবস, মে দিবস, জুমাতুল বিদা, দুই দিনের ঈদুল ফিতর, দুর্গাপূজা (বিজয়া দশমী), ক্রিসমাস ডে এবং ডিসেম্বরের ব্যাংক ছুটি নিয়মিত ছুটির দিনে পড়বে। যদিও ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং মুসলিম ধর্মীয় অনুষ্ঠানগুলোসহ বেশকিছু ছুটি চাঁদ দেখার উপর নির্ভর করে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!