২০২০ সালে ২৪ সরকারি ছুটির ৮ দিনই পড়েছে শুক্রবার

২০২০ সালের বিশেষ বিশেষ দিবসে সরকারঘোষিত ২৪ দিন ছুটির ৮ দিনই পড়েছে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে।

নির্ধারিত সময়ে চাঁদ দেখা গেলে ঈদ উল আজহার প্রথম দুদিনই সাপ্তাহিক বন্ধের দিনে পড়তে পারে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, ২২ মে জুমাতুল বিদা, ৩০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী এবং ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডের ছুটি পড়েছে শুক্রবারে। অন্যদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি পড়েছে শনিবারে।

তবে ছুটির ‘ফাঁদ’ আছে অন্তত তিনটি। ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ৯ এপ্রিল শবেবরাতে ছুটি বৃহস্পতিবার পড়ায় টানা তিন দিনের ছুটি মিলে যাবে। অন্যদিকে শবে কদর যদি ২১ মে পড়ে, এরপর ২২ মে জুমাতুল বিদা— সবমিলিয়ে ঈদ উল ফিতর উপলক্ষে মিলবে টানা ছয় দিনের ছুটি।

২০২০ সালের সরকারি ছুটির তালিকা
২০২০ সালের সরকারি ছুটির তালিকা

ছুটির পূর্ণ তালিকায় রয়েছে— ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে আন্তর্জাতিক শ্রমিক (মে) দিবস, ৬ মে বুদ্ধ পূর্ণিমা, ২১ মে শবে কদর, ২২ জুন জুমাতুল বিদা, ২৪ থেকে ২৬ মে ঈদ উল ফিতর, ৩১ জুলাই থেকে ২ আগস্ট ঈদ উল আজহা, ১১ আগস্ট শুভ জন্মাষ্টমী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩০ আগস্ট আশুরা, ২৬ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ৩০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!