রাঙামাটিতে ২০০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (১০ মার্চ) বিকালে রাঙামাটি থেকে বরকল হয়ে হরিনা যাওয়ার পথে মাইশছড়ি চ্যানেলে এ ঘটনা ঘটে। হ্রদে পানি কম থাকায় যাত্রীরা লঞ্চ থেকে নেমে যায়। তবে লঞ্চে থাকা মালামাল পানি ডুবে গেছে।
স্থানীয়রা জানান, বরকল সদর থেকে আলাদা বোট এসে কাঠের লঞ্চটি উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘এমএল তানিয়া’ নামের লঞ্চটি মাইশছড়ি চ্যানেলে আসলে হঠাৎ ডুবে যায়। হ্রদে পানি কম থাকায় যাত্রীরা নিরাপদে নেমে যায়। কিন্তু লঞ্চে থাকা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে লঞ্চের যাত্রীরা অভিযোগ করে বলেন, কাঠের লঞ্চটিতে অতিরিক্ত মালামাল নেওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, ২০০ জন যাত্রী নিয়ে রাঙামাটি থেকে বরকল হয়ে হরিনা যাওয়ার পথে মাইশছড়ি এলাকায় লঞ্চের তলার কাঠ ফেটে যায়। এ সময় পানি ঢুকে লঞ্চটি ডুবে যায়। খবর পেয়ে বিজিবি উদ্ধার দল সেখানে গিয়ে লঞ্চের যাত্রীদের উদ্ধার করে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিজে