এক যুগ পর নতুন কমিটি পেয়েছে বান্দরবানের আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। নতুন কমিটির সভাপতি হয়েছে উইলিয়াম মার্মা ও সাধারণ সম্পাদক হন জমির উদ্দিন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবি।
উদ্বোধক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী।
জানা গেছে, নতুন সভাপতি উইলিয়াম মার্মা গত কমিটির সহ-সভাপতি ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক জমির উদ্দিন উপজেলার সাবেক ছাত্রলীগ ছিলেন। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
প্রস্তুতি কমিটির আহ্বায়ক শুভরঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, বান্দরবান স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কমলময় তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক সিংথোয়াই অং, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, সাবেক আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন, সহ-সভাপতি কামরুল হাসান টিপু, সমরঞ্জন বড়ুয়া, ক্রাতপুং ম্রো, সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য ইনুছা মার্মা, অংশোথোয়াই মার্মা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী বাবর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক ফেরদৌস রহমান, ফোগ্য মার্মা, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সজীব কালাম।
ডিজে