১ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের এক ডোজ টিকা নিশ্চিত হওয়া সাপেক্ষে অক্টোবর মাসের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক্সট্রা অর্ডিনারি সভায় এই বিষয়ে আলোচনা হয়।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী বলেন, এজেন্ডা না থাকলে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আজকের সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের এক ডোজ টিকা নিশ্চিত হওয়া সাপেক্ষে অক্টোবরের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তাভাবনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘তবে এটা আগে একাডেমিক কাউন্সিলে আলোচনা হবে। তারপর সেখানে অনুমোদিত হলে সিন্ডিকেটে আসবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

এমআইটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!