শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পতেঙ্গার জেলেপাড়ায় ৮০ মানুষ পেলো বিদ্যানন্দ ফাউন্ডেশনের উপহার। ১ টাকায় নিজের পছন্দমতো পোশাক কেনে তারা।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় পতেঙ্গার কাটগড় জেলেপাড়ায় বস্ত্র বিতরণ করে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মনজুর আলম রবি, মো. ওমর ফারুক, মো. অমিত হাসান, স্থানীয় মেম্বার মো. নিজাম উদ্দিন, সাংবাদিক এস কে সাগর, মৎস্যজীবী সমিতির সদস্য পান্না জলদাশ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ মোবারক বলেন, ‘এই ভ্রাম্যমাণ বিপণীতে বাচ্চাদের ফ্রক, শার্ট, প্যান্ট, টি-শার্ট, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি-পিস, পেটিকোট, গার্মেন্টস আইটেম বিক্রি করা হয়। শুক্রবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার প্রায় ২০০ জন মানুষ মাত্র ১ টাকায় এই পোশাক কিনেছে। মূলত বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন বস্তি এলাকায় গিয়ে সার্ভে করে। এরপর লোক বাছাই করে তাদের ১ টাকায় পোশাক কেনার সুযোগ করে দেওয়া হয়।’
বিদ্যানন্দের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে উত্তর পতেঙ্গা জেলেপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি, লোকনাথ সেবা সংঘ, স্বপ্নের পথে সামাজিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।