১৮ জুন আসছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি

0

১৮ জুন চালু হচ্ছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি ‘লিবরা’। ফেসবুকের এই প্রকল্পটির বেশিরভাগ বিনিয়োগকারী লিবরার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য এই তারিখটিকে বেছে নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

কোম্পানিটির উত্তর ইউরোপের ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পেমেন্ট পার্টনারশিপের প্রধান লরা ম্যাকক্রেন জার্মানির একটি পত্রিকাকে জানান, তাদের এই ভার্চুয়াল কারেন্সি ১৮ জুন আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং শুরু থেকেই একাধিক দেশের মুদ্রায় এটির লেনদেন করা যাবে।

তবে ফেসবুক এখনও পর্যন্ত তাদের এই ক্রিপ্টোকারেন্সি প্রকল্পের বিষয়ে বিস্তারিত কোনও কিছুই প্রকাশ করেনি। অংশীদার বা সরকারের পক্ষ থেকে কোনও আপত্তি দেখা দিলে এই তারিখ যেকোনও সময় পরিবর্তনও হতে পারে।

s alam president – mobile

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!