চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে প্রায় ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক পাচারকারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৮ মে) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও চকবাজার থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এই দুই মাদক পাচারকারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই মাদক পাচারকারি হলো- মো. রফিক (২২) ও মো. আরিফ (৩১)। এদের মধ্যে রফিককে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে ৩ হাজার ইয়াবাসহ এবং মো. আরিফকে চকবাজারের কাপাসগোলা এলাকা থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া দুজনের কাছ থেকে মোট ৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা। তাদের দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এআরটি/এসএ