১৬টি সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিয়েই পটিয়া ইউএনও কার্যালয়ে চুরি

0

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে প্রধান অফিস সহকারীর রুমের তালা ভেঙে দুইটি আলমিরা থেকে নগদ অর্থ চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা ।

উপজেলার অভ্যন্তরে ১৬টি ক্লোজ সার্কিট টেলিভিশিন ক্যামেরা (সিসিটিভি) দ্বারা নিয়ন্ত্রণ করা হলেও সিসিটিভিতে চুরির দৃশ্য ধরা পড়েনি।

জানা যায়, বৃহস্পতিবার অফিসের কাজ শেষ করে ইউএনও হাবিবুল হাসান সহ সংশ্লিষ্টরা কাজ সেরে যে যার মতো চলে যান। শনিবার রাত অনুমানিক ২টার পরে সংঘবদ্ধ চোরের দল ইউএনও অফিসে কৌশলে প্রবেশ করে। প্রায় দুই ঘন্টা ধরে তালা ভেঙে অফিসের দুইটি আলমিরা থেকে নগদ অর্থ নিয়ে যায়।
তবে সর্বমোট কত টাকা নেওয়া হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।

s alam president – mobile

রবিবার (৫ জানুয়ারি) সকালে প্রধান সহকারী অমর কান্তি দাশ অফিসে এসে দেখেন অফিস কক্ষের তালা ভাঙা। ইউএনও অফিসের নিচে নৈশ প্রহরী বিমল নাথ দায়িত্বে থাকলেও চোরের দল কৌশলে প্রবেশ করে তালা ও আলমিরা থেকে অর্থ লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে ইউএনও হাবিবুল হাসান, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যার ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু কার্যালয়ে আসেন।

পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা হাবিবুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে জানান, উপজেলার চারিদিকে ১৬টি সিসিটিভি রয়েছে। চোরের দল কৌশলে প্রবেশ করে অফিসের প্রধান সহকারীর রুমের তালা ভেঙে আলমিরা থেকে অর্থ নিয়ে গেছে। তবে সর্বমোট কত টাকা ছিল তা এখনো নিশ্চিত হতে পারেননি।

Yakub Group

অফিসের উত্তর পাশে জ্যাম্পিং করে দ্বিতীয় তলা দিয়ে উঠে তালা ও আলমিরা ভেঙে অর্থ নিয়ে গেছে। একটি সিসিটিভি প্যাকেট দিয়ে মোড়ানো ছিল। যার কারনে চোরকে সনাক্ত করা সম্ভব হচ্ছে না। তারপরও কিভাবে এ ঘটনা ঘটলো তা বের করার চেষ্টা চলছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!