১৫ সংগঠন ও ব্যক্তির হাতে উঠল অ্যাকশনএইড-ডিওয়াইডিএফের পুরস্কার (ভিডিও)

যুব স্বেচ্ছাসেবীদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসাবে ১০টি স্বেচ্ছাসেবী সংগঠন ও ৫ ব্যক্তিকে পুরস্কার দিয়েছে অ্যাকশনএইড বাংলাদেশ এবং ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন—ডিওয়াইডিএফ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে শিক্ষা, স্বাস্থ্য, নারী, পথ শিশু, তৃতীয় লিঙ্গ, মানসিক স্বাস্থ্যসহ মোট ১০টি পৃথক ক্যাটাগরিতে ১০ যুব স্বেচ্ছাসেবী সংস্থাকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি কোভিড-১৯ স্পেশাল রেসপন্স ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে পাঁচ যুবককে।

পুরস্কার পাওয়া সংগঠনগুলো হচ্ছে— দুর্বার ফাউন্ডেশন, ইভলুইসান ৩৬০, অনুপ্রয়াস ফাউন্ডেশন, ব্লাডম্যান, ৬৪ডি ইনিশিয়েটিভ, আলোকিত শিশু ট্রাস্ট, এথেনা লিমিটেড, হুইল চেয়ার ক্রিকেট কল্যাণ সমিতি বাংলাদেশ, স্বপ্ন প্রয়াস, সমন্বয় বাংলাদেশ। অন্যদিকে যে পাঁচ ব্যক্তি পুরস্কার পেয়েছেন, তারা হলেন— রাফাত জাহান মৌমিতা, জেসমিন আরা জুঁই, পলাশ কুমার দাস, মনীষা মিম নিপুন এবং প্রসেনজিত কুমার সাহা।

YouTube video

ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে পুরস্কারপ্রাপ্তরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নিজেদের কাজের সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন করেন। তারা সবাই ডিআইডিএফ এবং অ্যাকশনএইড বাংলাদেশকে তাদের কাজকে স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ জানান। তারা বলেন, আমরা স্বীকৃতি বা প্রশংসার জন্য কাজ করি না। তবুও এই জাতীয় পুরস্কারের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাজটি আলোকিত হয়। এই অনুষ্ঠানটি আজ অন্য যুবকদের এরকম কাজে যুক্ত হতে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি আমাদের দেশের উন্নতির জন্য কাজ করার জন্য অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তিনি কোভিড মোকাবেলায় তরুণদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘সরকারের অনেক সীমাবদ্ধতার পরও যুবদের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সমাজ গঠনে সংঘাতের বদলে, চিন্তা ও মননশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে তরুণদের।’

১৫ সংগঠন ও ব্যক্তির হাতে উঠল অ্যাকশনএইড-ডিওয়াইডিএফের পুরস্কার (ভিডিও) 1

ডিওয়াইডিএফের প্রধান সমন্বয়ক কাজী সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাকশনএইড বাংলাদেশের ব্যবস্থাপক নাজমুল আহসান, ডিওয়াইডিএফের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm