১৫০ শিক্ষার্থীর জন্য ফ্রি বাস চবি’র বাঁশখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের

প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি হতে ইচ্ছুক বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে বাঁশখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, চবি।

২০২৫ শিক্ষাবর্ষের এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া ১৫০ শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ বাস সার্ভিস চালু করেছে সংগঠনটি। পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে চট্টগ্রাম শহরের চকবাজারের অলি খাঁ মসজিদের সামনে থেকে বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
সংগঠনের ২০২৪-২৫ সেশনের সভাপতি মোহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক মারওয়ানুল ইসলামের তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এদিকে এসআর স্পেশাল বাস সার্ভিসের সহযোগিতায় প্রথম দিনের যাত্রা নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়। এই উদ্যোগে সহযোগিতা করেছেন বাঁশখালীর সমাজকর্মী নিজাম উদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর বাঁশখালী থেকে ভর্তি হতে আসে প্রায় শতাধিক শিক্ষার্থী। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বাঁশখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ৫০ এর অধিক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm