চট্টগ্রাম নগরীর চকবাজারে ১২ মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম মো. সিহাব উদ্দীন। তিনি বায়েজিদ থানার গ্রিনভ্যালি আবাসিক এলাকার ডা. দেলোয়ারের ছেলে। এছাড়া তিনি মুনতাসির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক।
শনিবার (৭ জানুয়ারি) রাতে তাকে চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার (৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সাজা পরোয়ানা ও ১১টি সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সিহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইএমই/ডিজে