পরিবেশের ছাড়পত্র ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং অপরিশোধিত তরল বর্জ্যের মাধ্যমে ১২ বছর ধরে পরিবেশ দূষণ করে যাচ্ছে ডায়নামিক ডায়িং অ্যান্ড ওয়াশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানা প্রতিষ্ঠান।
এসব অনিয়মের দায়ে চট্টগ্রাম নগরীর কালুরঘাটের বিসিক শিল্প এলাকার এই প্রতিষ্ঠানকে ২০১২ সালে ৫৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ওই জরিমানার টাকা এখনও পরিশোধ করেনি বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এতো বছর ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাবরার সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটি তোয়াক্কা করেনি। মঙ্গলবার (৭ মার্চ) প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা দেয় পরিবেশ অধিদপ্তর।
একইসঙ্গে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্নি করার নির্দেশনা দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক (উপসচিব) হিল্লোল বিশ্বাস চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পরিবেশের ছাড়পত্র ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং অপরিশোধিত তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পরিবেশের দূষণ ঠেকাতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আরএম/ডিজে