১২ ঘণ্টার ব্যবধানে দুই যুবকের আত্মহত্যা খাগড়াছড়িতে

0

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই যুবক আত্মহত্যা করেছেন।

তাদের একজনের নাম জয় সাঁওতাল (২১) এবং অন্যজনের নাম কবির হোসেন (২৩)।

দুজনেই পানছড়ি উপজেলার সাঁওতাল পাড়ার বাসিন্দা ও প্রতিবেশী। ২০ ঘণ্টা আগে দুইজনই ফেসবুকে দিয়েছিল হতাশামূলক স্ট্যাটাস দিয়েছিল।

s alam president – mobile

জয় সাঁওতাল উপজেলার টুইলা ও হ্যাপী সাঁওতালের ছেলে। সে পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত শুক্রবার (১৩ মে ) সন্ধ্যার দিকে নিজ ঘরে দড়িতে ঝুলে সে আত্মহত্যা করে।

অপরদিকে কবির হোসেন একই গ্রামের মো. হারুণ-অর-রশিদের ছেলে। সে পানছড়ি ডিস ক্যাবল নেটওয়ার্কের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিল।

সে ১৪ মে মধ্যরাতে বিষপান করে। গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

Yakub Group

এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন ধরেই দুইজন সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশামূলক স্ট্যাটাস দিয়ে আসছিল। তারা যে আত্মহত্যার পথ বেছে নিবে তা ছিল সকলের ধারণার বাইরে।

পানছড়ি থানার ওসি ( তদন্ত ) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!