পাওনা মাত্র ১২০০ টাকার জন্য কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে খুন হয়ে গেলেন এক যুবক।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাতটার দিকে টেকনাফের হোয়াই্যংয়ের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম আবু তৈয়ব (৩৫)। উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ১৩২১ নম্বর ঘরের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে তিনি।
জানা গেছে, উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দুল আমিনের কাছ থেকে ১২০০ টাকা ধার নিয়েছিলেন আবু তৈয়ব। শুক্রবার সন্ধ্যায় উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের প্রধান সড়কে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দুল দা দিয়ে তৈয়বকে কুপিয়ে জখম করেন। ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তৈয়বকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।