১১ ছাত্রীসহ ১২ শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

শিক্ষক হেনস্তাসহ ধর্ম অবমাননার অভিযোগ

শিক্ষককে শারীরিকভাবে হেনস্তাসহ ধর্ম অবমাননার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১১ জনই ছাত্রী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা তিনটায় উপাচার্যের দপ্তরের সম্মেলনকক্ষে চবির বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুসারে, এক ছাত্রীকে স্থায়ী বহিষ্কার করার পাশাপাশি তার সনদ বাতিলের সুপারিশও করা হয়েছে। অপর ৯ ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলে ছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তর্কবিতর্ক হয়। ছাত্রীদের আবাসিক ওই হলে স্থাপিত ‘নৌকা প্রতীক’ ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে গেলে শিক্ষার্থীদের বাধা দেন ওই হলের নারী শিক্ষার্থীরা।

অভিযোগে জানা যায়, এর এক পর্যায়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলীর মুখে চড় মারেন শেখ হাসিনা হলের ছাত্রী আফসানা এনায়েত এমি। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা গেছে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে এক ছাত্রীসহ দুজনকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। একদল শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে এদের একজনকে দুই বছরের জন্য এবং অপর এক ছাত্রী ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ায় এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এই দুই শিক্ষার্থীই নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm