১১১ বছরে এই প্রথম বন্ধ জব্বারের বলী খেলা

১১১ বছরের ইতিহাসে এই প্রথম বন্ধ থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা। রোববার (৫ এপ্রিল) আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে নববর্ষের অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ওই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলার আয়োজনও স্থগিত করার সিদ্ধান্ত নিল আয়োজক কমিটি।

এবার ১১১ বছরে পড়েছে ‘জব্বারের বলীখেলা’ নামের বিখ্যাত কুস্তি প্রতিযোগিতাটি। প্রতি বছর ১২ বৈশাখ বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘির মাঠে এর আয়োজন হয়। বলী খেলাকে ঘিরে থাকে বৈশাখী মেলার আয়োজন। তিনদিন ধরে চলে মেলা। ১৯০৯ সালে প্রথম এই প্রতিযোগিতার প্রবর্তন করেন আব্দুল জব্বার সওদাগর।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!