১০ মৃত্যু আর ৭০০ শনাক্তের পর রাঙামাটিতে শুরু হচ্ছে করোনা টেস্ট

দেশের সর্বশেষ জেলা হিসেবে রাঙামাটিতে করোনা আঘাত হানার পর এরই মধ্যে শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭০০। এর মধ্যে করোনা কেড়ে নিয়েছে ১০ প্রাণও। অবশেষে রাঙামাটিতেই করোনা টেস্টের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হচ্ছে বুধবার (১২ আগস্ট) থেকে।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে রাঙামাটির ৩ হাজার ১৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় চট্টগ্রামে। সেখান থেকে ২ হাজার ৯০৮ জনের রিপোর্ট পাওয়া গেছে।

রাঙামাটি মেডিকেল কলেজের নিচতলায় পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা চলবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন বিপাশ খীসা। রাঙামাটিতে করোনার নমুনা পরীক্ষা শুরু হলে আরও দ্রুত রিপোর্ট পাওয়া যাবে বলে জানান তিনি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!