১০ ধরনের আধুনিক যন্ত্রপাতি বসানো হলো মেমন হাসপাতালে

চট্টগ্রাম নগরীর মেমন মাতৃসদন হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্যের জন্য ১০ ধরনের আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) নগরীর সদরঘাটের মেমন হাসপাতালে এসব আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে—ডায়াথার্মি মেশিন, দুটি রিফ্লেকটিভ ফোটোথেরাপি, ইনফ্যান্ট রেডিয়েন্ট ওয়ার্মার, ইনফ্যান্ট ইনকিউবেটর, এলইডি অপারেশন থিয়েটার লাইট, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, হেমাটোলজি অ্যানালাইজার, সাকার মেশিন এবং টেবলটপ সেন্ট্রিফিউজ।

এ সময় মেয়র বলেন, আমরা চাই মেমন মাতৃসদন হাসপাতালকে একটি ফ্রি হাসপাতাল হিসেবে গড়ে তুলতে, যেখানে রোগীরা আধুনিক চিকিৎসা সেবা পাবেন বিনামূল্যে। আমরা এটিকে চট্টগ্রামের একটি উন্নত মানের মা ও শিশু হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। অতীতে এ হাসপাতালের যে সুনাম ছিল, আমরা সেই ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করব। নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে একটি এনআইসিও (Neonatal Intensive Care Unit) স্থাপন করা হবে। এনআইসিও স্থাপনের জন্য ইতোমধ্যে একটি শিল্প প্রতিষ্ঠান এক কোটি টাকা অনুদান দিয়েছে। শিগগির এই ইউনিট স্থাপনের কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, রোগীদের দ্রুত সেবা প্রদানের জন্য উন্নত মানের অ্যাম্বুলেন্সের প্রয়োজন। এজন্য আমি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি, যাতে তারা একটি অ্যাম্বুলেন্স দান করে। প্রয়োজনে অ্যাম্বুলেন্সে স্পন্সর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থাকবে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে, যাতে রোগীদের সঠিক সেবা নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, ডা. দিদারুল মুনীর, ডা. রহিমা খাতুন, ডা. ফাহমিদা সিলভি, ডা. বাবলী মল্লিকা, সহকারী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশ, হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm