১০ দিন পর বিয়ের ক্ষণ ছিল ঠিক, অঘটন তার আগেই!

এই শুক্রবারের পরের শুক্রবার (২ সেপ্টেম্বর) তার বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। কিন্তু তার আগেই বিদ্যুতের স্পর্শে হঠাৎ মারা গেলেন সন্দ্বীপের অরুপ মজুমদার নামের এক তরুণ।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত আটটার দিকে সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন অরুপ মজুমদার।

তার বড় ভাই জ্যোতিলাল মজুমদার জানান, রান্নাঘরের চালার টিনের নালার সাথে বিদ্যুতের তার লেগে নালার টিন বিদ্যুতায়িত ছিল। অরুপ রান্নাঘরে যাওয়ার সময় মাথার সাথে নালার টিন লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঘটনার পরপরই অরুপকে দ্রুত উদ্ধার করে সন্দ্বীপের স্থানীয় স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, অরুপ মজুমদারের বিয়ের দিনক্ষণ ঠিকঠাক হয়েছিল গত বছর। কিন্তু তার কিছুদিন আগে পিতার মৃত্যু হলে বিয়ে পিছিয়ে যায় এক বছরের জন্য। এরপর আগামী ২ সেপ্টেম্বর বিয়ের দিন ঠিক করা হয়েছিল।

Yakub Group

অরুপ মজুমদার সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত চন্দ্রমোহন মজুমদারের পুত্র। তিনি উপজেলা জাগো হিন্দু কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে উপজেলার সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!