নগরীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০ কোটি চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। ১২৪ ড্রামভর্তি এসব পোনা কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) ইফতারের পর আখতারুজ্জামান ফ্লাইওভারে অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি বেইস।
কোস্ট গার্ডের ভারপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা শাহ জিয়া রহমান (লে. বাংলাদেশ নৌ বাহিনী) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে লালখান বাজার ফ্লাইওভার থেকে পোনা বহনে নিয়োজিত ৪টি মিনি ট্রাকসহ ১২৪ ড্রাম চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। জব্দ করা চিংড়ি পোনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে।
তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকগুলোর ব্যপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।