‘হ্যালো ওসি’র প্রশংসায় আমেরিকান পুলিশ কর্মকর্তা

জনগণের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে চট্টগ্রাম মহানগরে চালু হওয়া ‘হ্যালো ওসি’র প্রশংসা করেছেন আমেরিকান পুলিশ কর্মকর্তা ডেরিল।

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সিআরবিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে স্টল পরিদর্শনে আসেন তিনি। স্টলের দায়িত্বে থাকা বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন আমেরিকান পু্লিশ কর্মকর্তা ডেরিলকে শুভেচ্ছা জানান।

ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিআরবিতে ডেরিল স্টল পরিদর্শন শেষে ‘হ্যালো ওসি’ কনসেপ্টের প্রশংসা করেন। তিনি বলেন, আমেরিকা সবসময় কমিউনিটিং পুলিশিং পছন্দ করেন। তিনি আরো বলেন, এভাবে কাজ করলে জনগণের কাছে পৌঁছানো সম্ভব। মানুষের মনে থাকা ভয়ভীতি দূর করে ভালো সেবা দেওয়া সম্ভব।

তিনি বাকলিয়া থানা পরিদর্শনের ইচ্ছা পোষণ করেন এবং কমিউনিটিং পুলিশিং ও ‘হ্যালো ওসি’ প্রোগ্রামের ধারণা নেন। চট্টগ্রাম নগরীতে ‘হ্যালো ওসি’র কনসেপ্ট চালু করেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন। সবার প্রশংসা পাওয়ায় সিএমপিজুড়ে এটি চালুর নির্দেশ দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

এনজে/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!