হোটেল কক্ষে মিললো আওয়ামী লীগ নেতার লাশ, বাঁধা ছিল হাত-পা

‌কক্সবাজার পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফ উদ্দীনের হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মদরেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকালে শহরের হলিডে মোড় এলাকায় সানমুন আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার বিকেলে হোটেল কক্ষে উঠেছিলেন তিনি। সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে সাইফের খোঁজ না পেয়ে থানায় খবর দেয়।

সোমবার সকালে হোটেল কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ রুমে ঢুকে সাইফের রক্তাক্ত দেহ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, এটি পরিকল্পিত হত্যাকান্ড। হত্যাকান্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে। সাইফ উদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ছুরিকাঘাতে সাইফের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

সাঈফ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিল। সবশেষ তিনি পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

Yakub Group

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!