হেলিকপ্টারে ডাক্তাররা উড়ে গেলেন দুর্গম সাজেকে

রাঙামাটির বাঘাইছড়ি সাজেকের দুর্গম এলাকায় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে গেল চিকিৎসকদল। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টায় দিঘিনালা সেনানিবাস থেকে হেলিকপ্টারে চড়ে রওনা হয় সেনা চিকিৎসক ও বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসকদল।

খাগড়াছড়ি ব্রিগেডের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স থেকে ক্যাপ্টেন মো. শফিউল আলম পাভেলের নেতৃত্বে ৪ সদস্যের একটি মেডিকেল টিম এবং বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা ডাক্তার মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ৫ সদস্যের একটি মেডিকেল টিম ২ দিনের জন্য সেখানে যান।

উল্লেখ্য, গত ২০ দিনের ব্যবধানে সাজেকের ৩ গ্রামে হামে আক্রান্ত হয়ে ৮ শিশু নিহত হয় এবং ১২৩ শিশুর মধ্যে রোগটি ধরা পড়ে। সম্প্রতি মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে ইউএনওকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!