হেফাজতের সম্মেলন শুরু, সভাপতিত্বে মহিবুল্লাহ বাবুনগরী

প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর জীবদ্দশায় পদত্যাগ করা নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বেই বহুল আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের সম্মেলন শুরু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় হেফাজতের শীর্ষ নেতারা হাটহাজারী মাদ্রাসায় সম্মেলনস্থলে প্রবেশ করেন।

এরইমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হক সহ প্রায় চারশ নেতা।

এদিকে সম্মেলন অধিবেশনের আগেই বেশ কয়কজন গুরুত্বপূর্ণ নেতা মিলে মাদ্রাসার ভেতরে জুনায়েদ বাবুনগরীর কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে বসলে তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখান মধুপুরের পীর সাহেব। সম্মেলনের আগে এই ধরনের আলাদা বৈঠকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। এসময় কিছুটা হট্টগোলের সৃষ্টি হলেও এই মুহুর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হেফাজতের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে কর্মী-সমর্থকদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। হেফাজতের আমীর ও মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন আল্লাামা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা নূর হোসাইন কাসেমীর নাম। তবে এই সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়াত আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর সমর্থকরা। তারা বলছেন, সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ। তাদেরকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি বলেও দাবি তাদের।

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm