ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হলেন সন্তোষ দাশগুপ্ত। তাকে তিন বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ উপলক্ষে বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতারা সন্তোষ দাশগুপ্তকে ফুলেল শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য সন্তোষ দাশগুপ্ত ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি দু’বার তেজগাঁও শিল্পাঞ্চল পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন।
সন্তোষ দাশগুপ্তের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। যদিওবা দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন। অন্যদিকে তার স্ত্রী ১৯৯৮ সাল থেকে দৈনিক দিনকাল পত্রিকার সঙ্গে সম্পৃক্ত আছেন। বর্তমানে মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সন্তোষ দাশগুপ্তের স্ত্রী।