দেশব্যাপী হিন্দু সম্প্রদায় ও তাদের মন্দিরে হামলার ঘটনায় এককভাবে প্রতিবাদ জানিয়েছেন আতিকুর রহমান নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে চোখে কালো কাপড় বেধে তিনি এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন।
ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এই কয়দিন দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অন্যায় অত্যাচার চলছে। তা কোনভাবেই কাম্য নয়। তার প্রতিবাদস্বরুপ আমি এখানে দাঁড়িয়েছি। একটি স্বাধীন রাষ্ট্রে কোনো সম্প্রদায় এভাবে নির্যাতিত হতে পারে না।
তিনি আরও বলেন, এদেশের স্বাধীনতা কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। এ স্বাধীন দেশে আমরা অসাম্প্রদায়িকতার চর্চা দেখতে চাই৷ আজকে এখান থেকে আমি এই ঘটনায় জড়িত সকলের কঠোর থেকে কঠোরতার বিচারের দাবি জানাচ্ছি।
এমআইটি